Logoশরয়ী সমাধান
Cover image

প্রবন্ধ

রোজা ভঙ্গের কারণসমূহঃ শুধুমাত্র কাযা ওয়াজিব হয় যেসব কারণে

Hm Sulayman

১ মার্চ, ২০২৫

Share

যেসমস্ত কারণে রোযা ভেঙ্গে যায় এবং শুধুমাত্র রোযা কাযা করতে হয়ঃ

  1. স্ত্রী রাজি না থাকা অবস্থায় জোরপূর্বক যদি স্বামী সহবাস করে, তাহলে স্ত্রীর রোযা ভেঙ্গে যাবে। কিন্তু তার উপর শুধু পরবর্তীতে কাযা রাখা আবশ্যক হবে কাফফারা দিতে হবে না। কিন্তু স্বামীর উপর কাযা ও কাফফারা উভয়ই আবশ্যক হবে।

  2. ইচ্ছা করে মুখ ভরে বমি করা

  3. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে।

  4. ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে।

  5. বমির বেশির ভাগ মুখে আসার পর তা গিলে ফেলা

  6. মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর নেফাস তথা ঋতুস্রাব হলে।

  7. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে।

  8. রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে।

  9. রাত অবশিষ্ট আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে।

  10. কুলি করার সময় স্বরণ থাকা অবস্থায় অনিচ্ছায় গলার ভেতর পানি প্রবেশ করলে।

  11. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে।

  12. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে।

  13. অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে।

  14. হস্তমৈথুন করলে রোযা ভেঙ্গে যাবে, কাযা করতে হবে। কাফফারা আসবে না। তবে কঠোর শক্ত গোনাহ এটি।

উপরোল্লেখিত কারণে রোযা ভেঙ্গে যাবে এবং শুধুমাত্র প্রতিটি রোযার বিপরীতে একটি করে রোযা কাযা করতে হবে।

মন্তব্য

সাম্প্রতিক প্রবন্ধ

Hm Sulayman - ১০ মার্চ, ২০২৫

Hm Sulayman - ৭ মার্চ, ২০২৫

Hm Sulayman - ৪ মার্চ, ২০২৫

Hm Sulayman - ৪ মার্চ, ২০২৫

সকল প্রসঙ্গ

© ২০২৫ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত

Facebook Group