

প্রশ্ন-উত্তর
উত্তর দিয়েছেনঃ উসামা রউফ
৬ জানুয়ারী, ২০২৬
প্রশ্নঃ আসসালামু আলাইকুম, আল্লাহ, রাসুল (সা:) সম্পর্কে অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় অন্তরে খারাপ চিন্তা আসে, এর ফলে কি ঈমান চলে যাবে বা ঈমানের ক্ষতি হবে? এ ধরণের চিন্তা না আসার জন্য কি করতে পারি, যদিও সাথে সাথে আয়াতুল কুরসী, ইস্তিগফার পড়ি।
উত্তরঃ ওয়ালাইকুমুস সালাম বিসমিল্লাহির রহমানির রহীম শরীয়াহর কোনো বিষয়ে সংশয় হলে ইস্তিগফার করে নিতে হবে এবং সংশয় দূর করতে হবে। প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব। আল্লাহ তায়ালার নির্বাচিত ব্যক্তি। তাঁর কোনো খুঁত নেই। তবে তাঁর ব্যাপারে শয়তান সংশয় সৃষ্টি করতে পারে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো সংশয় সৃষ্টি হলে ইস্তিগফার করে নিন। এবং সংশয় দূর করুন। কেবল মনে আসার দ্বারা ইমান চলে যাবে না।
উত্তর দিয়েছেনঃ Hm Sulayman
৬ জানুয়ারী, ২০২৬
প্রশ্নঃ আসসালামু আলাইকুম ওযুর পর যে শাহদাহ পাঠ করে বা ঈমান নিয়ে আশংকা হলে যখন শাহাদাহ পাঠ করে নেয়া হয় তখন কি মনে মনে এ নিয়ত থাকতে হবে যে তাগুত কে বর্জন করলাম?
উত্তরঃ বিসমিল্লাহির রহমানির রহীম। কালিমায়ে শাহাদাত পাঠ মুলত তা-গু*ত বর্জনের জন্যই। অজুর সময়ে পাঠ করলে অন্তরে ঐ নিয়ত উপস্থিত করা জরুরী নয়। স্বাভাবিকভাবে পড়লেও হবে। তবে ঈমান নবায়নের জন্য এমন নিয়ত অন্তরে থাকা জরুরী।
প্রশ্ন-উত্তর এর বিষয়সমূহ
সাম্প্রতিক প্রবন্ধ
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ২৭ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত
