Logoশরয়ী সমাধান
Cover image

প্রবন্ধ

যেসমস্ত কারণে রোযা মাকরুহ হয়

Hm Sulayman

৪ মার্চ, ২০২৫

Share Copy Link

যেসমস্ত কারণে রোযা ভঙ্গ হয় না, তবে মাকরুহ হয়ঃ

  1. কোনো প্রয়োজন ও কারণ ছাড়া কোনো কিছু চিবানো, তরকারি বা কোনো খাবারের স্বাদ আস্বাদন করা মাকরুহ। তবে স্বামী বদমেজাজি হলে স্ত্রীর জন্য মাকরুহ ছাড়াই তরকারির স্বাদ টেস্ট করা জায়েজ।

  2. রোজা রেখে মুখের ভেতর থুথু জমা করে গিলে ফেলা মাকরুহ।

  3. টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজা মাকরুহ। আর পেস্ট দিয়ে দাঁত মাজার সময় তা পেটে চলে গেলে রোজা ভেঙ্গে যাবে।

  4. মুখে গুল ব্যবহারে মাকরুহ হয় এবং থুতুর সঙ্গে গুল গলার ভেতর চলে গেলে রোজা ভেঙে যাবে।

  5. রোজা রেখে কারো গিবত করলে বা পরনিন্দা করলে রোজা মাকরুহ হয়।

  6. রোজা রেখে ঝগড়া-বিবাদ করলে রোজা মাকরুহ হবে। যৌন উদ্দীপক কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকতে হবে। এতেও রোজা মাকরুহ হয় অনুরুপভাবে গান, সিনেমা দেখা ও তাতে মজে থাকলে রোজা মাকরুহ হয়।

  7. গোসল ফরজ থাকা অবস্থায় রমজানে সারা দিন শরীর নাপাক রাখলেও রোজা মাকরুহ হবে। পায়খানার রাস্তায় পানি দ্বারা এত বেশি ধৌত করা যে, ভেতরে পানি চলে যাওয়ার আশঙ্কা হয়, এটিও মাকরুহ।

  8. কামাসক্ত হওয়ার ভয় থাকলে স্ত্রীকে স্পর্শ করা, চুম্বন করা বা অনুরূপ কোনো স্বামী-স্ত্রীসুলভ আচরণ করা মাকরুহ।

  9. কোনো কারণ ছাড়াই কিছু চিবানো মাকরুহ।

  10. বেশি ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা মাকরুহ।

উপরোক্ত কারণে রোযা ভেঙ্গে যায় না, তবে মাকরুহ হয়।

Share Copy Link

মন্তব্য

সকল প্রসঙ্গ

© ২০২৫ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত

Facebook Group