Logoশরয়ী সমাধান
Cover image

প্রবন্ধ

লাইলাতুল ক্কদর এর বিস্তারিত আলোচনা (২৭তম রজনী)

Hm Sulayman

১০ মে, ২০২৫

Share Copy Link

২৭তম রজনী নিয়ে কিছু কথাঃ

  1. ২৭ তম রজনী "লাইলাতুল ক্বদর" হিসেবে নিশ্চিত নয়, সুনির্দিষ্ট নয়। বরং হাদীসের ভাষ্যমতে ২১তম রজনী, ২৫তম রজনীর গুরুত্ব কোন অংশে কম নয়। বেজোড় রাত্রিগুলোর যে কোন রাতেই শবে ক্বদর হতে পারে।

  2. লাইলাতুল ক্বদর কোন রাত্রের জন্য নির্দিষ্ট নয়। প্রতিবছরই লাইলাতুল ক্বদর পরিবর্তন হয়। হ্যা, বেজোড় রাত্রিগুলোতে হওয়ার কথা এসেছে। তবে সেটা প্রতিবছর পরিবর্তন হয়ে ভিন্ন ভিন্ন রাতে হয়।

  3. শবে ক্বদরের জন্য কোন নির্দিষ্ট পরিমান রাকাতের নামাজ, নির্দিষ্ট পদ্ধতির নামাজ, নির্দিষ্ট সূরা দিয়ে পড়ার নামাজ, নির্দিষ্ট সময়ে পড়ার কোন প্রকার প্রামাণিকতা নাই। এ ব্যাপারে বাজারে যত বইয়ে আলোচনা পাওয়া যায়, তার সবই মনগড়া বানোয়াট বর্ণনা।

  4. শবে ক্বদরে বেশি বেশি নফল নামাজ পড়বে। ২ রাকাত করে যতবেশি পারে নফল নামাজ পড়বে। বেশি বেশি কুরআন তেলাওয়াত করবে। বেশি বেশি ইস্তেগফার, তাওবাহ করবে। দান সদক্বাহ করবে বাদ মাগরিব থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত।

  5. শবে ক্বদরের নামাজের আলাদা কোন নিয়ত নেই। নফল নামাজ পড়তেছি যাস্ট এতটুকু নিয়ত করেই দাড়াবে। কোন নির্দিষ্ট সূরা নেই, নির্দিষ্ট সংখ্যায় পড়ার কোন প্রামাণিকতা নেই।

  6. এদিন রাতে মসজিদে মসজিদে যেসব মোনাজাত, জিলাপি, দোআর আয়োজন করা হয়; তার সব পরিত্যাজ্য। বরং একাকী ইবাদাত করবে। মসজিদে এসেও ইবাদাত করার সুযোগ আছে। তবে মিলাদ জিলাপির আয়োজন বাদে। নামাজে রুকু সিজদা দীর্ঘ করবে।

Share Copy Link

মন্তব্য

© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত

Facebook Group